চাকরি

সহস্রাধিক শূন্য আসনের তথ্য পেয়েছে মাদ্রাসা অধিদপ্তর

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিকট মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তাদের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ৩৭ হাজারের বেশি শূন্য পদের তথ্য পাঠিয়েছে। চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসব পদে শিক্ষক নিয়োগের সুপারিশ করা হবে।

মাদ্রাসা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নিখুঁতভাবে তথ্য যাচাই বাছাই শেষে ৩৭ হাজারের বেশি শূন্য পদের তথ্য জমা দিয়েছেন তারা।

এ প্রসঙ্গে জানতে চাইলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসাইন বুধবার (৯ নভেম্বর) বলেন, আমাদের দপ্তরের শূন্য পদের তথ্য যাচাইয়ের কাজ শেষ হয়েছে। আমরা এই তথ্য এনটিআরসিএতে পাঠিয়ে দিয়েছি। তিনি আরও বলেন যাচাই শেষে।৩৭ হাজার ৫০০ এর বেশি শূন্যপদের তথ্য পাওয়া গেছে

প্রসঙ্গত, সারাদেশে অর্ধ লাখের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ করবে এনটিআরসিএ। এজন্য দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদের তথ্য সংগ্রহ করেছিল প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো শূন্য পদের তথ্যগুলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে যাচাই করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষে সবচেয়ে বড় শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে এনটিআরসিএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *