খেলাধুলা

সমকামীদের পক্ষ থেকে সরে আসলেন ফ্রান্সের ফুটবল অধিনায়ক

২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এবারের বিশ্কাপের আয়োজক কাতার। সমকামীতা, মদপান ও অবাধ যৌনসম্পর্কের ব্যাপারে বিপরীত অবস্থান নেওয়ায় ইতোমধ্যেই কাতারের বিপক্ষে অবস্থান নিয়েছে বিভিন্ন দেশ ও সাবেক খেলোয়াড়েরা। যেখানে সমকামীতা নিষিদ্ধ। কিন্তু এবার কাতারের পক্ষে কথা বলেছেন গত বিশ্বকাপজয়ী ও এবারের অংশগ্রহন কারী ফ্রান্সের অধিনায়ক হুগো লরিসও। মঙ্গলবার (১৫ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন সমকামীদের পক্ষে বিশ্বকাপে তিনি সাত রঙের আর্মব্যান্ড পরবেন না।

এ বিষয়ে তিনি বলেন, ‘আসলে কোনো কিছু করার আগে আমাদের ফিফার সিদ্ধান্ত ও ফেডারেশনের সিদ্ধান্ত সম্পর্কে জানতে হবে। অবশ্যই এই বিষয়ে (সমকামীতা ও শোষণ) আমার ব্যক্তিগত মতামত রয়েছে। আমিও প্রেসিডেন্টের মতের সঙ্গে প্রায় একমত।’

তিনি আরও বলেন, ‘যখন আমরা ফ্রান্সে থাকি এবং বিদেশিদের স্বাগত জানাই, তখন কিন্তু আমরা চাই বিদেশিরা আমাদের দেশের নিয়ম-কানুন মেনে চলুক। আমাদের সংস্কৃতিকে সম্মান করুক। যখন কাতারে যাব তখন আমিও এই বিষয়টা মেনে চলব। খুবই সাধারণ বিষয় এটি। তাদের সংস্কৃতি কিংবা নিয়ম-নীতির সঙ্গে আমি একমত হতেও পারি কিংবা নাও হতে পারি। কিন্তু আমাকে অবশ্যই সেগুলোর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’

বিশ্বকাপে এবার ফ্রান্স প্রথম মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার  ২৩ নভেম্বর রাত ১টায়। এরপর ২৬ নভেম্বর দ্বিতীয় ম্যাচে রাত ১০টায় তাদের প্রতিপক্ষ ডেনমার্ক। আর ৩০ নভেম্বর রাত ৯টায় গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা লড়বে তিউনিসিয়ার বিপক্ষে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *