স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

রাবিতে স্বর্ণপদক পাচ্ছেন ১০৩ শিক্ষার্থী

স্বর্ণপদক পাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১০৩ জন শিক্ষার্থী। সোমবার (৩০ জানুয়ারি) কৃতি শিক্ষার্থীদের হাতে এ পদক তুলে দিবেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সুলতান-উল-ইসলাম।

উপ-উপাচার্য বলেন, বিভিন্ন বিভাগের প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের হাতে অগ্রণী ব্যাংক স্বর্ণ পদক, মমতাজউদ্দিন স্বর্ণ পদক ও ডা. এ.কে. খান স্বর্ণ পদক এই তিন ক্যাটাগরিতে ১০৩ জন শিক্ষার্থীর হাতে স্বর্ণ পদক তুলে দিবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় উপস্থিত থাকবেন কৃতি শিক্ষার্থীদের অভিভাবকরাও।

তিনি আরও বলেন, এদিন ১৭ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামটিরও উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী।

জানা গেছে, কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামকে আধুনিকায়ন করতে ব্যয় করা হয়েছে ১৬ কোটি টাকা। এতে থাকছে অত্যাধুনিক প্রযুক্তি ও সাউন্ড সিস্টেম, সেন্ট্রাল এয়ারকন্ডিশন, টাইলস, প্রায় দুই হাজারেরও অধিক আসনসহ থাকছে আধুনিক সোফা ও ওয়াশরুমের ব্যবস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *