লিওনেল মেসি কি সুস্থ আছেন তা নিয়ে ভক্তদের মধ্যে দেখা দিয়েছিল সংশয়? প্রথম দিন দলের সবাই প্র্যাকটিস করলেও মেসি আসেননি প্র্যাকটিস করতে, অনেকের ধারণা ছিল হয়তো তিনি বিশ্রামে আছেন। কিন্তু দ্বিতীয় দিনেও দলের সাথে প্র্যাকটিস করেননি বরং সবাই চলে যাওয়ার পর তিনি মাঠে এসেছেন থেরাপিস্ট নিয়ে। আর তা দেখেই শঙ্কা দেখা দেয় ভক্তদের মনে।
তবে ভক্তদের সেই শঙ্কা দূর করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কোলানি। তিনি জানান, মেসি সুস্থ আছেন আর সৌদি আরবের বিপক্ষে তিনি শুরু থেকেই মাঠে থাকবেন।
পেশির চোটের কারণে এই মাসেই এক ম্যাচ মাঠের বাহিরে ছিলেন লিওনেল মেসি।
উল্লেখ্য, ২২ নভেম্বর বিকাল ৪ টায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা।