রাশিয়ার রাজধানী মস্কোর কাছে সবচেয়ে বড় শপিং মলে অগ্নিকাণ্ড ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে বলে জরুরি পরিষেবাগুলোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভবনের কাঠামোর কিছু অংশ ধসে পড়েছে। এর ফলে অগ্নিনির্বাপকদের অগ্নিনির্বাপন প্রচেষ্টা জটিল হয়ে পড়ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে পাওয়া ছবি বিস্ফোরণের দৃশ্যও দেখা গেছে। স্থানীয় সময় সকাল নয়টা পর্যন্ত আগুনের লেলিহান শিখা উঠতে দেখা গেছে। রাশিয়ান দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে।
আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে সেখানে কি কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।