গুচ্ছভুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি শুরু হবে আগামী ১৩ আগস্ট। শুক্রবার (১০ আগস্ট) বেরোবির স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি কমিটি সদস্য সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ভর্তির কার্যক্রম চলবে ১৪ আগস্ট পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির জন্য আগামী ১৩ ও ১৪ আগস্ট সকাল ১০টা হতে বিকেল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে অবস্থিত ব্যাংক বুথে ভর্তিকৃত বিভাগের অবশিষ্ট ভর্তি ফি প্রদান করতে হবে। ভর্তি ফি প্রদানের ব্যাংক রশিদ (ব্যাংকের সীলযুক্ত) সংশ্লিষ্ট বিভাগে প্রদর্শন করে ভর্তি ফরম গ্রহণ করতে হবে। পূরণকৃত ভর্তি ফরম প্রয়োজনীয় কাগজপত্রসমূহ সংযুক্ত করে ৩টি সেট প্রস্তুত করে সংশ্লিষ্ট বিভাগে জমাদানের মাধ্যমে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।