আজ বুধবার(২৩ নভেম্বর) কাতার বিশ্বকাপে মাঠে নামছে ক্রোয়েশিয়া, জার্মানি, স্পেন আর বেলজিয়ামের মতো শক্তিশালী দল।
আল বায়েত স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময় বিকেল চারটায় মাঠে নামবে গত বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার ও মরক্কো।
সন্ধ্যা সাতটায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি মুখোমুখি হবে এশিয়ার চারবারের চ্যাম্পিয়ন জাপানের।
রাত দশটায় আল থুমামা স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে স্পেন আর কোস্টারিকা।
রাত একটায় আহমেদ বিন আলি স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে গতবারে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া বেলজিয়াম আর ৩৬ বছর পর বিশ্বকাপ সুযোগ পাওয় কানাডা।