বলিউড সুপারস্টার আমির খানের কন্যা ইরা খান প্রেমিক নুপূর শিখারের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। শুক্রবার (১৮ নভেম্বর) মুম্বাইয়ের দুই পরিবার ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয় । সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি আসতেই সকলের শুভেচ্ছায় ভাসেন নতুন এই জুটি।
এদিন আমির খান ও তার প্রথম স্ত্রী রিনা দত্তর দুজনেই উপস্থিত ছিলেন কন্যা ইরা খানের বাগদান অনুষ্ঠানে। বাগদানে লাল রঙের পোশাকে সেজেছিলেন ইরা। সঙ্গে ছিল মানান সই গয়না।
হবু স্বামী নুপূর শিখারের সঙ্গে হাতে হাত ধরে পোজ দেন আমির কন্যা। উপস্থিত অন্য অতিথিদের সঙ্গেও পোজ দেন তারা।
কিছুদিন আগেই ইরা খানকে বিয়ের প্রস্তাব দেন প্রেমিক নুপূর। হাঁটু মুড়ে রোমান্টিক ভাবে ইরা খানকে বিয়ের প্রস্তাব দেন শেখর।আর তাতেই সম্মতি দেন ইরা খান। ইনস্টাগ্রামে শেয়ারেরপর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ছবি।