বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর স্কুল অব এডুকেশন পরিচালিত ব্যাচেলর অব এডুকেশন (বিএড) প্রোগ্রামে ২০২২-২৩ শিক্ষাবর্ষে (ব্যাচ ২০২৩) ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনের শেষ সময় ২২ সেপ্টেম্বর।
আবেদনের যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
আবেদন ফি: ৬০০ (ছয়শত) টাকা, প্রযোজ্য অনলাইন চার্জ আবেদনকারীকে বহন করতে হবে। নিজস্ব মোবাইল নম্বর ও ই-মেইল আইডি ব্যবহার করে আবেদন করতে হবে। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীগণ নির্ধারিত কোর্স ফি’র শতকরা ৬০ ভাগ ছাড় পাবে।
আবেদন প্রক্রিয়া
যেকোনো ব্রাউজার থেকে osapsnew.bou.ac.bd-এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ‘Offered Programs’ সেকশন এর অধীনে ‘School of Education (SOE)’-এ ক্লিক করে বিএড প্রোগ্রামের পাশে প্রদর্শিত ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে। বিএড প্রোগ্রামে ভর্তি আবেদনের নির্দেশাবলী গুরুত্ব সহকারে পড়ে পুনরায় ‘Apply Now’ বাটনে ক্লিক করতে হবে। এরপর অনলাইনে আবেদন ফরমটির ‘General Information’ ধাপ যথাযথভাবে পূরণ করে ‘Next’ বাটনে ক্লিক করতে হবে। ‘Personal Information’ ধাপ যথাযথভাবে পূরণ করে আবেদনকারীর সদ্য তোলা সম্প্রতি তোলা ছবি ( সাইজ হবে 300×300 ও JPG ফরম্যাটে) এবং স্ক্যান করা স্বাক্ষর ( সাইজ হবে 300×100 ও JPG ফরম্যাটে) আপলোড করে ‘Next’ বাটনে করতে হবে। ‘Academic Information’ ধাপে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে করতে হবে ও অভিজ্ঞতার তথ্য (যদি থাকে) ‘Professional Information’ ধাপে সঠিকভাবে করতে হবে। প্রদত্ত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং অভিজ্ঞতার প্রত্যয়নপত্র আপলোড করে ‘Finish’ বাটনে ক্লিক করতে হবে।
সঠিকভাবে ফরম পূরণ শেষে আবেদনকারীর মোবাইলে SMS এবং ই-মেইলে Temporary User ID ও Password প্রেরণ করা হবে। ‘Proceed to Payment’ বাটনে ক্লিক করার পর প্রদর্শিত ‘Online Payment Gateway’ সমূহ থেকে যে কোনোটির মাধ্যমে ফি জমা দেওয়া যাবে। সফলভাবে ফি জমাদান শেষে ”Payment has been completed successfully” মেসেজ প্রদর্শিত হবে এবং SMS ও ই-মেইলের মাধ্যমে অবহিত করা হবে।
আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর কেবলমাত্র প্রাথমিকভাবে নির্বাচিতরাই ভর্তি পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং তাদের তালিকা বাউবি’র ওয়েবসাইটে ২ অক্টোবর ২০২৩ তারিখে প্রকাশ করা হবে। এছাড়া তাদেরকে মোবাইলে SMS-এর মাধ্যমে নিশ্চিত করা হবে
অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তির তারিখ: ০৫ অক্টোবর ২০২৩ থেকে ভর্তি পরীক্ষার পূর্ব পর্যন্ত।
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ২০ অক্টোবর ২০২৩, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষার স্থান: বিএড প্রোগ্রামের স্টাডি সেন্টারসমূহ।
ভর্তি পরীক্ষার নম্বর: ১০০ নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন (MCQ) থাকবে। যার মধ্যে বাংলা- ২৫, ইংরেজি- ২৫, গণিত- ২৫, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)- ২৫ নম্বর থাকবে।
ভর্তিবিষয়ক হেল্পলাইন: 01635832845, 01907451612 (সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত)
বাউবির ওয়েবসাইট: osapsnew.bou.ac.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে