বিনোদন

বলিউডে যাত্রা শুরু করলেন জয়া আহসান

বাংলাদেশের পাশাপাশি এক দশক ধরে ভারতের বাংলা সিনেমায় অভিনয় করছেন জয়া আহসান। সেখানে তৈরি হয়েছে তাঁর শক্ত অবস্থান। এবার আর বাংলা ভাষার চলচ্চিত্র নয়। হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই ছবিতে তাঁর সহশিল্পী হিসেবে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠী ও সানজানা সঙ্গীকে। নাম চূড়ান্ত না হওয়া অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই ছবির শুটিং গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। শুটিং হবে কলকাতা ও মুম্বাইয়ে। আগামী বছর ছবিটি মুক্তির পরিকল্পনা করছেন ছবিসংশ্লিষ্ট ব্যক্তিরা

সম্প্রতি জয়ার এ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। মহরত অনুষ্ঠানে জয়া বলেন, ‘আমার প্রথম হিন্দি সিনেমা এটি। আমার চরিত্রটিও বেশ দারুণ। এই ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়ে বেশ রোমাঞ্চিত ছিলাম। তাই রাজি হয়ে গেছি।

ছবিতে একটি ভেঙে যাওয়া পরিবারের এক হওয়ার হৃদয়স্পর্শী গল্প রয়েছে। এই গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও অনিরুদ্ধ রায় চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *