লিওনেল মেসি এখন বিশ্বকাপ জয়ী তারকা। ফ্রান্সকে হারিয়ে কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফি জয়ের পর সুখবর দিয়েছেন প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি) কর্তৃপক্ষকেও। বিভিন্ন গণমাধ্যমের খবর, ফরাসি জায়ান্টদের সঙ্গে চুক্তি বাড়াতে মৌখিকভাবে সমর্থন দিয়ে রেখেছেন সাত বারের ব্যালন ডি’অর জয়ী।
নতুন চুক্তি অনুসারে আরও এক মৌসুম তথা ২০২৩-২৪ মৌসুমেও নেইমার-এমবাপেদের কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে দেখা যাবে মেসিকে। ২০২১ সালে বার্সেলোনা থেকে মেসি পিএসজিতে এসেছিলেন ২ বছরের চুক্তিতে। যার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৩ সালের জুনে।
তবে বিশ্বকাপ জয়োৎসবের মধ্যেই নয়, মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়নি গত চারমাস ধরেই আলোচনার টেবিলে রেখেছে পিএসজি। স্প্যানিশ পত্রিকা মার্কা এ নিয়ে রিপোর্টও প্রকাশ করেছিলো। অবশেষে সম্মতিতে পৌঁছেছে দুই পক্ষ।
গত মাসে খবর ছিল মেসি হয়তো বুড়োদের মেজর লিগ সকারে ইন্টার মিয়ামিতে চুক্তিবদ্ধ হবেন। কিন্তু ইএসপিএনের খবরে বলা হয়েছে, সেই ধরনের কোনও আলোচনা অনুষ্ঠিত হয়নি।