রাজ ও মিম অভিনীত ‘পরাণ’ ও ‘দামাল’ ব্যবসাসফল দুটি সিনেমা দিয়ে আলোচনায় এসেছিলো রাজ-মিম জুটি। কিন্তুু ছবির বাইরেও এই দুইজনের ঘনিষ্ঠতা মেনে নিতে পারেনি রাজের স্ত্রী ও নায়িকা পরিমনী। নায়িকা মিমকে কটাক্ষ করে দেন ফেসবুক স্ট্যাটাস পাশাপাশি সতর্ক করেন নিজের স্বামী রাজকে। আর তা থেকেই ভাঙনের সুর রাজ-মিমের জুটি।
সম্প্রতি পরিচালক রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’ ছবিতে চুক্তি করেছিলেন বিদ্যা সিনহা মিম। ছবিটিতে তার বিপরীতে শরীফুল রাজকে নেওয়ার কথা ছিল। কিন্তু মিম ছবির পরিচালকে জানিয়েছেন, রাজের বিপরীতে তিনি আর কাজ করতে আগ্রহী নন।
মিমের এই সিদ্ধান্তের জবাবে পরিমনী ফেসবুকে পোস্টে বলেন ‘শরিফুল রাজ কখনোই একজন নায়িকা নির্ভর আর্টিস্ট না। সরি দিদি।’ পোস্টে সরাসরি মিমের নাম উল্লেখ না করা হলে কাকে উদ্দেশ্য করে বুঝিয়েছে তা বুঝতে বাকি নেই কারো