অনেক ঝামেলা ও বাধা বিপত্তি পেরিয়ে শুক্রবার (১৮ নভেম্বর) ঢাকার আসেন বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহি।উইমেন লিডারশিপ করপোরেশন নামের একটি প্রতিষ্ঠানের আয়োজিত।’গ্লোবাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন তিনি।
দিলবার গানের মাধ্যমে মঞ্চে প্রবেশের পর একটি বক্তব্য রাখেন নোরা ফাতেহি। তিনি বলেন,ঢাকায় আসতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত। দ্বিতীয়বারের মতো আমার এখানে আসা। উপস্থিত সবাইকে উড়ন্ত চুমু ছুড়ে দিয়ে বলেন, এত সুন্দর রাতের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে।’
বক্তব্য শেষে অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন। আগত দর্শকদের প্রত্যাশা ছিল, নোরা হয়ত নাচবেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়ন। তাকে ঘিরে নেচেছেন একদল নৃত্যশিল্পী। সেই গানে হালকা হাত-পা নেড়ে তাল মিলিয়েছেন তিনি। যদিও দর্শকরা যেই উদ্দেশ্যে টিকিট কেটেছিল সেই নাচ আর তিনি নাচেন নি। এতেই দর্শকদের মধ্যে ক্ষোভের শুরু হয়।
জানা যায় এই বলিউড তারকা ও তার নাচ দেখার জন্য ১৫ হাজার টাকা, ১০ হাজার ও ৫ হাজার টাকা মূল্যের টিকিট বিক্রি করেছে কতৃপক্ষ।