বরেণ্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন এখন শঙ্কামুক্ত। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর নাগাদ তার শারীরিক অবস্থার বেশ উন্নতি ঘটেছে। এমনটাই জানালেন অভিনেতার বন্ধু অভিনেতা ফখরুল বাশার মাসুম।
মঙ্গলবার বিকালে তিনি বলেন, ‘আফজাল (আফজাল হোসেন) গতকাল নিউমোনিয়া নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিল। রাতে একটা মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। তখন সিসিইউ-তে ট্রান্সফার করা হয়। সকালে চিকিৎসকরা বলেছেন যে, আফজালের প্যারামিটারগুলো ইমপ্রুভ করছে, হয়তো আগামীকালই কেবিনে দিয়ে দেবে।’
সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে হার্ট অ্যাটাক ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আফজাল হোসেন বেশ অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, বেশ কদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন আফজাল হোসেন।