বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমা মুক্তি পাবে আগামী বছরের ২৫ জানুয়ারি। গত ১২ ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবিটির প্রথম গান ‘বেশরম রং’। গানটি মুক্তি পেতেই শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। তবে, নেটিজেনদের একাংশ মোটেই ভালো চোখে দেখছেন না ‘বেশরম রং’ গানে দীপিকার গেরুয়া রঙের বিকিনি পরা। আর এ নিয়ে ক্ষেপেছেন বিজেপি নেতা নরোত্তম মিশ্রা।
বুধবার (১৪ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানে দীপিকার পোশাক নিয়ে আপত্তি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রা। শাহরুখ-দীপিকার পোশাকের রং নিয়েও ভ্রু কুচকেছেন এবং এ গান সংশোধনের আহ্বান জানিয়েছেন মন্ত্রী।
‘এ গানের কস্টিউম আপত্তিকর। এটি পরিষ্কার বোঝা যাচ্ছে, পাঠান সিনেমার এই গান নোংরা মানসিকতা নিয়ে বানানো হয়েছে।’ বলেন মন্ত্রী।