বিনোদন

দীঘিকে টিকটক বাদ দিয়ে অভিনয়ে মনোযোগের পরামর্শ রায়হান রাফির

তরুণ প্রজন্মের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর এবার নায়িকা হিসেবেও অভিষেক হয়েছে তার। বর্তমানে বড় পর্দার চেয়ে বেশি দেখা যায় তাকে টিকটকে

তবে হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝাড়লেন এই চিত্রনায়িকা। সোমবার (১২ ডিসেম্বর) তার পোস্ট দেওয়ার পর থেকেই নানা বিতর্ক শুরু হয়।

এই বিতর্কে এবার ঘি ঢেলে দিলেন নির্মাতা রায়হান রাফি। সম্প্রতি একটি গণমাধ্যমে এসে সরাসরি দীঘির স্ট্যাটাসের জবাব দিয়েছেন। যদিও দীঘি তার স্ট্যাটাসে কারও নামই উল্লেখ করেননি। তবে নির্মাতা রাফির মন্তব্যের পর এবার বিষয়টি পরিস্কার হলো।

এ প্রসঙ্গে রাফি বলেন, ‘দীঘি নিজেই আমার সঙ্গে কথা বলে অভিনয় করার আগ্রহ প্রকাশ করেছে। ছবির ব্যাপারে দীঘির সঙ্গে আমার সঙ্গে কথা বলেছে, আমার অফিসে এসেছে। এর মানে এই নয় যে তাকে চূড়ান্ত করা হয়েছে। একটি চরিত্রের জন্য অনেকের সঙ্গে কথা হতে পারে, চূড়ান্ত একজন হবে এবং তার সঙ্গে লিখিত চুক্তি হবে।

তিনি আরও বলেন, ‘দীঘির সঙ্গে তো আমার কোনো লিখিত চুক্তি হয়নি। সে কাজ করতে চেয়েছে, অফিসে নিজের ইচ্ছাতেই এসেছে। দীঘি বলেছে আমি তাকে বাদ দিয়েছি। তাকে আমার চরিত্রের জন্য উপযুক্ত মনে হয়নি, ফলে তার সঙ্গে যোগাযোগ করিনি। ’

রাফী শুধু দীঘির অভিযোগের বিষয়টি নিয়েই কথা বলেনি। কথা বলেছেন দীঘির ব্যক্তিগত বিষয় নিয়েও। এই পরিচালক বলেন, দীঘিকে টিকটক বন্ধ করতে হবে, অভিনয়ে মনোযোগী হতে হবে।’

এর আগে দীঘি তার স্ট্যাটাসের মাধ্যমে বলেছিলেন, ‘আমি প্রায়শই অনেক লোকের পোস্ট দেখি সেখানে নতুন কাস্ট নেওয়া হয়। এটা দেখে আমি হাসি। কারণ, অন্যদের সঙ্গে আমার কোনো সমস্যা নেই। যারা ইন্ডাস্ট্রিতে নতুন কাজ পাচ্ছেন এবং সেখানে যাত্রা শুরু করছেন। আমি সেইসব ভুয়া মানুষদের জন্য অনেক ক্লান্ত। যারা আমাকে মিথ্যা আশা দিয়েছে এবং দিন শেষে আমাকে অপমান করেছে। অন্যান্য বিশ্বের ইন্ডাস্ট্রির থেকে আমাদের ইন্ডাস্ট্রির লোকেরা সবচেয়ে বেশি নিষ্ঠুর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *