পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) অন্তবর্তীকালীন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার ও অধিনায়ক শহীদ আফ্রিদি। গত শনিবার (২৪ ডিসেম্বর) তাকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে। এবার বোর্ডের সঙ্গে যুক্ত হয়েই পাকিস্তান দলে বড় পরিবর্তন করেছেন তিনি। দলের সঙ্গে যুক্ত করেছেন তিন বোলারকে।
পিসিবি জানিয়েছে, অধিনায়ক বাবর আজমের সঙ্গে আলোচনায় বসেছিলেন আফ্রিদি। এরপর স্কোয়াডে তিন বোলারকে যুক্ত করার কথা জানিয়েছেন তিনি। বোলাররা হলেন- পেসার মীর হামজা এবং শাহনেওয়াজ দাহানি ও অফস্পিনার সাজিদ খান।
এই সম্পর্কে আফ্রিদি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী এই তিন বোলারকে নিয়ে। আশা করি তাদের অন্তর্ভূক্তি বাবর আজমকে প্রথম টেস্টের স্কোয়াড সাজাতে ভালো অপশন তৈরি করে দেবে।’
আজ (সোমবার) করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমেছে পাকিস্তান। এই টেস্টের একাদশে রাখা হয়েছে মীর হামজাকে। ৩০ বছর বয়সী এই পেসার ২০১৮ সালে আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট খেলেছিলেন।