খেলাধুলা সর্বশেষ

কোচিং স্টাফ পরিবর্তনের আভাস জাতীয় দলে

কার জায়গায় কাকে নেওয়া হবে? ঠিক কোন পদে পরিবর্তন আসবে? তা পরিষ্কার করে বলেননি। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের কণ্ঠে জাতীয় দলের কোচিং প্যানেলে পরিবর্তন আনার ইঙ্গিত।

কাউকে জাতীয় দল থেকে সরিয়ে ‘এ’ টিম , এইচপি কিংবা একাডেমির কোচ করা হবে কিনা? তাও পরিষ্কার করেননি জালাল ইউনুস। তবে তিনি বলেন, ‘আমার মনে হয় শিগগির আপনারা কিছু পরিবর্তন দেখতে পাবেন। দেখা যাক। আমরা চেষ্টা করছি।

রোববার (২৫ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ৩ উইকেটের পরাজয় বরণ করে বাংলাদেশ। এতে দুই ম্যাচের সিরিজও ২-০ ব্যবধানে হার মানে সাকিব আল হাসানের দল।

ম্যাচ শেষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। সেখানেই তিনি এই পরিবর্তনের ইঙ্গিত দেন

জালাল ইউনুস বলেন, ‘এটাকে (টেস্ট) আকর্ষণীয় করার জন্য আমরা অনেক চেষ্টা করছি। টেস্ট দলটাকে যাতে আরও উন্নত করা যায়, তাই কোচিংয়ে কিছু পরিবর্তন আনব আমরা। যে কারণে আমরা ম্যাচ ফিও বাড়িয়েছি। যাতে টেস্টের প্রতি টি-টোয়েন্টি বা ওয়ানডের থেকে আকর্ষণ কম মনে না করে।’

এই ধারা পরিবর্তনের প্রক্রিয়াধীন বলে তিনি আরও বলেন, ‘এটাকে (টেস্ট ক্রিকেট) আরও আকর্ষণীয় করতে হবে। এ বছর ডোমেস্টিক টুর্নামেন্টগুলো ভালো হয়েছে। আমাদের আরও ভালো করতে হবে। আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে হবে, উইকেটগুলোও ভালো ছিল।’

এদিকে ভেতরের খবর, জেমি সিডন্সকে জাতীয় দল থেকে সরিয়ে ‘এ’ দল ও হাই পারফরম্যান্সে নিয়ে যাওয়া হতে পারে। আবার এমন খবরও আছে, জেমি এবার আর কাজটা উপভোগ করছেন না। তিনিও নিজেও চলে যেতে পারেন। মানে শুধু জাতীয় দল নয়, বাংলাদেশেই কাজ নাও করতে পারেন।

ভারতের বিপক্ষে টেস্ট জেতা অনেক কঠিন, বিষয়টি মনে করিয়ে দিয়ে বিসিবির এ সিনিয়র পরিচালক আরও বলেন, ‘ভারতকে টেস্টে হারানো খুব কঠিন। তবে বাংলাদেশ প্রাণপন লড়াই করে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল। ভারতীয়রা এ কন্ডিশন খুব ভালো জানে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সাথে তুলনা করলে ভারত আরও কঠিন। তবে কাছে এসে গিয়েছিলাম। এমনকি চট্টগ্রামেও, আরও কিছু রান যদি থাকত, জিতেও যেতে পারতাম।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *