বিনোদন

তিন নায়িকার সাথে প্রেম করছেন জোভান

ছোটপর্দার জনপ্রিয় অভিনয় শিল্পী ফারহান আহমেদ জোভান।রাইড শেয়ারিং অ্যাপে বাইক চালায় শাওন। তবে তার উদ্দেশ্য টাকা আয় করা নয়। রাইড শেয়ারিংয়ের আড়ালে খোঁজে একজন মনের মানুষ। এভাবে তিনজনের সঙ্গে প্রেমে জড়ান তিনি।

তিনটি প্রেমই ঠুনকো কারণে দ্রুত সময়ে ভেঙে যায় শাওনের। এমনই এক চরিত্রে অভিনয় করেছেন জোভান। আর তার তিন প্রেমিকার চরিত্রে আছেন সারিকা সাবাহ, কেয়া পায়েল ও তানিয়া বৃষ্টি।

এটি বাস্তবের কোনো ঘটনা নয়। এমন দৃশ্য দেখা যাবে ‘অপশন বি’  নাটকে।

নির্মাতা মেহেদী রনি জানান, নাটকটিতে অনেকগুলো বিষয়ের সমন্বয় করার চেষ্টা করেছি। রাইড শেয়ারিং, হঠাৎ প্রেম-বিচ্ছেদ এবং সংসার জীবন। সবগুলো বিষয় মিলিয়েই গল্পটি এগিয়েছে। খুব মজা করে আমরা কাজটি করেছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *