ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিভিন্ন ইউনিটের বিষয়সমূহে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের আনুষঙ্গিক অন্যান্য কাজ সম্পন্ন করতে তিনদিন সময় দেওয়া হয়েছে। এ ছাড়া আগামী ১৬ থেকে ক্লাসসহ অন্যান্য দাপ্তরিক কাজ করতে বলা হয়েছে। পঞ্চম বিষয় মনোনয়নপ্রাপ্তদের ভর্তি আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) থেকে শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীকে ২/৩ দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে অফিস চলাকালীন সময়ে সশরীরে হাজির হয়ে কাজ করতে হয়। শিক্ষার্থীদের আগামী ১০, ১৩ অথবা ১৪ তারিখে বিভাগ/ইনস্টিটিউটে সশরীরে হাজির হয়ে কাজ শুরু করতে হবে। তারা ১৬ তারিখ থেকে ক্লাশে অংশগ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর সমূহের কাজ করবে।
ইউনিট অফিস কর্তৃক হল মনোনয়ন প্রদান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও অন্যান্য ফি দেয়ার অপশন অনলাইনে পাওয়া যাবে। বর্তমানে হল মনোনয়ন ইউনিট অফিসসমূহে প্রক্রিয়াধীন রয়েছে। বড় ইউনিটসমূহে হল মনোনয়ন প্রদানে ১-২ দিন প্রয়োজন হয়। শিক্ষার্থীরা ওয়েবসাইটের বিষয় মনোনয়য়ন পাতায় হল মনোনয়ন দেখতে পেলে টাকা জমা দিতে পারবেন।