জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির ফিল্ম ও টেলিভিশন বিভাগের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে। এতে ডাক পেয়েছেন ৮৪ জন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল রোববার (১১ ডিসেম্বর) সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে। চলবে পরদিন সোমবার (১২ ডিসেম্বর) পর্যন্ত। প্রথম দিন ৫০ জনের সাক্ষাৎকার নেওয়া হবে। পরের দিন বাকি শিক্ষার্থীরা সাক্ষাৎকার দেবেন।
প্রতিদিন সকাল ৯টা থেকে ফিল্ড অ্যান্ড টেলিভিশন বিভাগে সাক্ষাৎকার চলবে। এ জন্য মূল প্রবেশপত্র অবশ্যই সঙ্গে রাখতে বলা হয়েছে।