বিশ্ব বিদ্যালয় স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয়

কুইজ সহশিক্ষা কার্যক্রমের একটি শক্তিশালী উপাদান : ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ‘মৈত্রী হল কুইজ প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়েছে।

হল কুইজ ক্লাবের উদ্যোগে শনিবার হল মিলনায়তনে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ বিভিন্ন হলের আবাসিক শিক্ষক ও কুইজপ্রেমী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, “কুইজ সহশিক্ষা কার্যক্রমের একটি শক্তিশালী উপাদান ও জ্ঞান চর্চার পাশাপাশি আনন্দদায়ক বিষয়।” অন্তর্ভুক্তিমূলক ও গুণগত মানসম্পন্ন সমাজ বিনির্মাণে কুইজ চর্চার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “বিভিন্ন সীমাবদ্ধাতার মধ্যেও শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের প্রয়াস অব্যাহত রাখতে হবে “

এসময় তিনি সততা ও দক্ষতার সমন্বয় ঘটিয়ে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে টেকসই জ্ঞান অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, আন্তঃহল, আন্তঃবিভাগ, একক কুইজ এবং উন্মুক্ত কুইজ প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭টি হল এবং ৭০টি বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *