যুক্তরাষ্ট্রের বিপক্ষে ড্র করে শুরু হয়েছিল ওয়েলসের বিশ্বকাপ পথচলা। পরের ম্যাচে তারা হেরে বসে ইরানের কাছে। টিকে থাকার লড়াইয়ে কঠিন সমীকরণে ইংল্যান্ডের মুখোমুখি হয় তারা। মঙ্গলবার দিবাগত রাত ১টায় কাতারের আহমদ বিন আলী স্টেডিয়ামে হ্যারি কেন, র্যাশফোর্ডদের কাছে ৩-০ গোলে হেরেছে ওয়েলস। জোড়া গোল করেছেন মার্কাস র্যাশফোর্ড। আরেকটি গোল দিয়েছেন ফিল ফোডেন। এ জয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইংল্যান্ড।
প্রথমার্ধে গোলের দেখা পায়নি ইংলিশরা। কিন্তু দ্বিতীয়ার্ধে এসে দুই মিনিটের ঝড়ে ২ গোল, এরপর আরও এক গোল দিলো ইংল্যান্ড। শেষ পর্যন্ত ওয়েলসকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো ইংলিশরা। ওয়েলসকে বিদায় করে গ্রুপ সেরাই হলো ইংলিশরা।
ম্যাচের ৫০, ৫১ এবং ৬৮ মিনিটে গোল তিনটি করেন মার্কাস রাশফোর্ড এবং ফিল ফোডেন। ‘বি গ্রুপে এই জয়ে ইংল্যান্ডের পয়েন্ট দাঁড়ালো ৭। গ্রুপ সেরা হয়েই তারা উঠলো শোষ ষোলোয়। ইরানকে হারিয়ে গ্রুপ রানারআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠলো যুক্তরাষ্ট্র। তাদের পয়েন্ট ৫।