বিনোদন

গোল্ডেন গ্লোবের আসরে আরআরআর তারকারা

জুনিয়র এনটিআর-রাম চরণ অভিনীত সিনেমা ‘আরআরআর’ ভারতের গণ্ডি পেরিয়ে এবার পাড়ি জমিয়েছে যুক্তরাষ্ট্রে। রীতিমতো প্রশংসায় পঞ্চমুখ এস এস রাজামৌলি পরিচালিত এই সিনেমা।

আগামী ১১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলটনে বসবে গোল্ডেন গ্লোব পুরস্কারের ৮০তম আসর। এদিন সকাল সাড়ে ৬টায় জমকালো আয়োজনে শুরু হবে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান।

আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ‘আরআরআর’ সিনেমার পরিচালক এস এস রাজামৌলি এবং ছবির মূল ভূমিকার দুই অভিনেতা জুনিয়র এনটিআর ও রাম চরণ। তাদের সঙ্গে সুরকার এম এম কিরাভানিও উপস্থিত থাকবেন সেখানে।

জানা গেছে, গোল্ডেন গ্লোবে বেস্ট মোশন পিকচার-ফরেন ল্যাঙ্গুয়েজ ও বেস্ট অরিজিনাল সং- দুই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে এই সিনেমা। ভারতের ২০২২ সালে অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘আরআরআর’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *