চাকরি

এসএসসি পাসেই যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে

বাংলাদেশ নৌবাহিনীর এ-২০২৪ ব্যাচে ‘নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী
ব্যাচের নাম: এ-২০২৪ ব্যাচ
পদের নাম: নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ)

শাখার নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউেনিকেশন অ্যান্ড টেকনিক্যাল), পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদরাসা ও ভোকেশনাল), বিজ্ঞান বিভাগে জিপিও ৩.৫০ (ন্যূনতম)। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

শাখার নাম: মেডিকেল, পুরুষ ও মহিলা

শাখার নাম: পেট্রোলম্যান, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ), (পুরুষ) এবং রাইটার ও স্টোর (পুরুষ ও মহিলা)
শিক্ষাগত যোগ্যতা: পেট্রোলম্যান, রাইটার, স্টোর এবং এমওডিসি (নৌ) এর ক্ষেত্রে এসএসসি/সমমান (মাদরাসা ও ভোকেশনাল)- জিপিও ৩ (ন্যূনতম) । কুক ও স্টুয়ার্ডের ক্ষেত্রে এসএসসি/সমমান (মাদরাসা ও ভোকেশনাল)- জিপিও ২.৫০ (ন্যূনতম)।

শাখার নাম: টোপাস (পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাসশিক্ষাগত যোগ্যতা: জীব বিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান- জিপিএ ৩.৫০ ন্যূনতম।

শাখার নাম: পেট্রোলম্যান, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ), (পুরুষ) এবং রাইটার ও স্টোর (পুরুষ ও মহিলা)
শিক্ষাগত যোগ্যতা: পেট্রোলম্যান, রাইটার, স্টোর এবং এমওডিসি (নৌ) এর ক্ষেত্রে এসএসসি/সমমান (মাদরাসা ও ভোকেশনাল)- জিপিও ৩ (ন্যূনতম) । কুক ও স্টুয়ার্ডের ক্ষেত্রে এসএসসি/সমমান (মাদরাসা ও ভোকেশনাল)- জিপিও ২.৫০ (ন্যূনতম)।

শাখার নাম: টোপাস (পুরুষ)
শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস

বয়স: ০১ জানুয়ারি ২০২৪ তারিখে নাবিক ও মহিলা নাবিক ১৭-২০ বছর। এমওডিসি (নৌ) ১৭-২২ বছর।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)

আবেদনের নিয়ম: আগ্রহীরা joinnavy.navy.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: ২০০ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *