চতুর্থ গণবিজ্ঞপ্তির প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের তালিকা আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে। এদিন বেলা ১২টায় নির্ধারিত ওয়েবসাইটে লগ-ইন করে শূন্য পদের সংখ্যা দেখা যাবে
জানা গেছে, চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৬৮ হাজার ৩৯০ জন এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে এর মধ্যে স্কুল-কলেজে ৩১ হাজার ৫০৮ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা ৩৬ হাজার ৮৮২। আগামীকাল আবেদনগ্রহণ শুরু হয়ে চলবে ২৯ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত।
এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানিয়েছে, দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা) প্রবেশ পর্যায়ে (Entry Level) নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের লক্ষ্যে শিক্ষক হতে আগ্রহী নিবন্ধনধারী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত শর্তে অনলাইন আবেদন (e-Application) আহবান করা যাচ্ছে।