ভিভোর নতুন এই অডিও ডিভাইসটি হাইফাই টেকনোলজির সাথে আসছে। এখানে হাইফাই বলতে হাই ফিডালিটি এবং উন্নত মানের সাউন্ড কোয়ালিটির কথা বোঝানো হয়েছে
বিভিন্ন মাধ্যম থেকে জানা যাচ্ছে Vivo চলতি মাসেই আনতে চলেছে বিশ্বের প্রথম হাইফাই ওয়্যারলেস হেডসেট। যদিও এখনো এই ডিভাইসের নাম জানা যায়নি। কিন্তু ধারণা করা হচ্ছে প্রতিষ্ঠানটির দশম বর্ষপূর্তি উপলক্ষ্যে আসতে চলেছে নতুন এই হেয়্যারেবল, যা হাইফাই টেকনোলজি সমৃদ্ধ বিশ্বের সর্বপ্রথম ওয়্যারলেস হেডসেট হতে চলেছে বলে দাবি করেছে সংস্থাটি। এবার এক নজরে দেখে নেওয়া যাক এর ফিচার সমূহ
Vivo Hi-Fi ওয়্যারলেস হেডসেটের সম্ভাব্য ফিচার
ডিভাইসটির ট্রান্সমিশন রেট ১.২এমবিপিএস। সেই সাথে এতে থাকবে হাই পারফরম্যান্স ডিএসি চিপ এবং ৪০ কিলোহার্টজের বেশি হাই ডেফিনেশন ইউনিট। এছাড়া এর বেশি কিছু এই ডিভাইস সমন্ধে জানা যায়নি।
প্রসঙ্গত Vivo সম্প্রতি চীনে ওয়্যারলেস স্পোর্টস হেডসেট ২ লঞ্চ করেছে। এটি একটি নেকব্যান্ড-স্টাইলের ওয়্যারলেস ইয়ারফোন, যাতে ব্যবহৃত হয়েছে ১১.২ এমএম ড্রাইভার। তাছাড়া এতে আছে নয়েজ রিডাকশন টেকনোলজি, ভয়েস আসিসিট্যান্ট এবং ৮০ এমএস লো ল্যাটেন্সি মোড। এছাড়াও একবার চার্জে ১২ ঘন্টা ব্যাটারী লাইফ পাওয়া যায়