খেলাধুলা

ইসলাম ধর্মীয় রীতি মানতে হবে বিশ্বকাপের দর্শকদের

কাতার বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। এরই মধ্যে বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে দেশটি। তবে মুসলিম অধ্যুষিত রক্ষণশীল দেশ হওয়ায় নানান বিষয়ে কাতার আরোপ করেছে বিধিনিষেধ। অ্যালকোহলে নিষেধাজ্ঞার পর এবার দর্শকদের পোশাকেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

আয়োজক দেশটির কর্তৃপক্ষ ঘোষণা করেছে, কাতারের সংস্কৃতি ও ইসলাম ধর্মীয় অনেক রীতি মানতে হবে বিশ্বকাপের দর্শকদের। তাই কোনো নারী দর্শক গ্যালারিতে খোলামেলা পোশাক পরলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এ আইন অমান্য করলে জেলেও পর্যন্ত যেতে হতে পারে। এ জন্য স্টেডিয়ামের ভেতর দর্শকদের পোশাকের ওপর নজরদারি করতে ক্যামেরা পর্যন্ত বসানো হয়েছে!

শুধু স্টেডিয়াম নয়, মিউজিয়াম ও অন্যান্য সরকারি দপ্তরে গেলেও শরীর ঢেকে থাকে, এমন পোশাক পরতে হবে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *