বিশ্ব বিদ্যালয় সরকারি বিশ্ববিদ্যালয়

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল সনদের

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত কলেজ থেকে উত্তীর্ণ সব শিক্ষার্থীর মূল সনদ উত্তোলনের আবেদন শুরু হয়েছে৷ শিক্ষার্থীরা অনলাইনে নির্ধারিত ফরম পূরণ করে এ সনদ প্রাপ্তির আবেদন করতে পারবেন৷ আবেদন করার ১৫ দিনের মধ্যে ফি জমা না দিলে আবেদনটি বাতিল হয়ে যাবে বলে জানানো হয়েছে৷ তবে থাকছে না সরাসরি আবেদনের সুযোগ৷

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়৷

এতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত কলেজ থেকে উত্তীর্ণ সব শিক্ষার্থীদের মূল সনদ উত্তোলনের আবেদন অন-লাইনে 103.113.200.36/PAMS/ServiceLogin.aspx গ্রহণ করা হচ্ছে। অন-লাইনে আবেদনের জন্য নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনাসমূহ:
মূল সনদ প্রাপ্তির জন্য যথাযথভাবে আবেদন ফরমটি পূরণ করুন। আবেদন ফরম বিশ্বিবিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

২০০১ সালের পূর্বে উত্তীর্ণ শিক্ষার্থীদের রেজিঃ কার্ড, প্রবেশপত্র ও সাময়িক সনদের স্ক্যানকরা ফাইল (পিডিএফ) আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। তবে ২০০১ সাল বা এর পরে উত্তীর্ণ শিক্ষার্থীদের শুধু সাময়িক সনদের স্ক্যানকৃত ফাইল (পিডিএফ) সংযুক্ত করলেই চলবে। আবেদনকারীকে তার ছবি স্ক্যান করে সংযুক্ত করতে হবে।

আবেদনকারীর নিজস্ব মোবাইলনম্বর ও ই-মেইল অ্যাড্রেস ব্যবহার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *