আগামী ২০ নভেম্বর স্বাগতিক কাতার বনাম ইকুয়েডরের ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০২২।
বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যে এক এক করে দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দলগুলো। তারই ধারাবাহিকতায় এবার দল ঘোষনা করল ৭৮ ও ৮৬ এর বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা।
শুক্রবার (১১ নভেম্বর) ২৬ সদস্যের আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষনা করেন কোচ লিওনেল স্কলানি। ইনজুরির কারণে বিশ্বকাপ যাত্রা থেকে আগেই ছিটকে গেছেন দলের অন্যতম মিডফিল্ডার লো সেলসো। এছাড়াও চোটের কারণে ডি মারিয়া ও দিবালার দলে থাকা নিয়েও সংশয় ছিল। চলুন দেখে নেওয়া যাক কোচ স্কলানি ঘোষিত আর্জেন্টিনার ২৬ সদস্যের স্কোয়াড।
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড-
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ।
মিডফিল্ডার: রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।
ফরোয়ার্ড: আনহেল ডিমারিয়া, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, লিওনেল মেসি।