২০২২২-২৩ শিক্ষাবর্ষে সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার মানবিক বিভাগের ফলাফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) অধ্যক্ষ ব্রাদার লিও জেমস পেরেরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্নের অনুরোধ জানানো হয়েছে।
আবেদনে উত্তীর্ণ ভর্তিচ্ছুদের অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুলটিতে ভর্তির জন্য আবেদন করা শিক্ষার্থীদের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের আগামী ২২-২৩ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করতে হবে। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম।
সূত্র : দ্যা ডেইলী ক্যাম্পাস