২০২৩ শিক্ষাবর্ষের স্কুলে শিক্ষার্থী ভর্তি আবেদন প্রক্রিয়া আজ বুধবার (১৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া চলবে ৬ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে। ১০ ডিসেম্বর সরকারি স্কুলগুলোতে ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। আর বেসরকারি স্কুলগুলোর ভর্তির লটারি অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর।
সোমবার (১৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসাইন স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি আরও বলা হয়, এ বছর শিক্ষার্থী ভর্তিতে স্কুলগুলো থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। সরকারি-বেসরকারি সব স্কুলেই নির্ধারিত ফরমে অনলাইনে (https://gsa.teletalk.com.bd) ভর্তির আবেদন করতে হবে। ভর্তির আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা। টেলিটকের প্রি-পেইড নাম্বার থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি প্রদান করা যাবে।
আবেদনের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।