বিদেশ শিক্ষা স্কলারশিপ

যুক্তরাষ্ট্রে দুই থেকে আড়াই মাসের ইন্টার্নশিপ করার সুযোগ

দুই থেকে আড়াই মাসের ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের লুনার অ্যান্ড প্ল্যানেটারি ইনস্টিটিউট (এলপিআই)। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১২ ডিসেম্বর ২০২২।

লুনার অ্যান্ড প্ল্যানেটারি ইনস্টিটিউট (এলপিআই) টেক্সাসের হিউস্টনের দক্ষিণ-পূর্ব দিকে নাসা জনসন স্পেস সেন্টারের কাছে অবস্থিত।এলপিআই সামার ইন্টার্ন প্রোগ্রাম স্নাতকের শিক্ষার্থীদের অত্যাধুনিক গবেষণা করার জন্য বিজ্ঞানীদের কাছ থেকে শেখা এবং গ্রহ বিজ্ঞান বিষয়ক ক্যারিয়ার গড়ে তোলার সুযোগ প্রদান করে।

যদিও সকল বিষয়ের স্নাতকে অধ্যয়নরত অথবা স্নাতক ডিগ্রীধারীরা এই  ইন্টার্ন প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। তবে যাদের স্নাতকে ভৌত বা প্রাকৃতিক বিজ্ঞান, প্রকৌশল, কম্পিউটার বিজ্ঞান, বা গণিত প্রধান বিষয় হিসেবে ছিলো সে সকল শিক্ষার্থীদের আলাদাভাবে বিবেচনা করা হবে।

সুযোগ-সুবিধাঃ  
• ইন্টার্নশিপ চলাকালীন সময়ে   ভ্রমণ, আবাসন এবং জীবনযাত্রার খরচ হিসেবে এককালীন $৭৭২০ মার্কিন ডলার ( বাংলাদেশী টাকায় প্রায় ৭ লাখ ৭৫ হাজার টাকা ) প্রদান করবে।
• রাউন্ড এয়ারটিকেটের সুবিধা প্রদান।
• ইন্টার্নশিপ চলাকালীন সময়ে ভ্রমণ খরচের জন্য অতিরিক্ত $ ৫০০ ( বাংলাদেশী টাকায় প্রায় ৫০ হাজার টাকা )  মার্কিন ডলার প্রদান করবে।

যোগ্যতাসমূহঃ 
• আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
• স্নাতক পর্যায়ে অধ্যানরত অথবা স্নাতক ডিগ্রীধারী হতে হবে। (কমপক্ষে ৫০ ক্রেডিট ওয়ার থাকতে হবে)।
• ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। (আইএলটিএস/ টফেল / মিডিয়াম অফ ইন্সট্রাকশনের সনদ থাকতে হবে)।

প্রয়োজনীয় নথি:
• জীবনবৃত্তান্ত (সিভি)।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
• ইংরেজি দক্ষতা সনদ।
• ২ টি রেফারেন্স লেটার।

আবেদন পদ্ধতি- আবেদনকারীকে প্রয়োজনীয় নির্দেশনা মেনে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন করতে ক্লিক করুন https://www.lpi.usra.edu/lpiintern/app/application_form/
বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.lpi.usra.edu/lpiintern/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *