ডিএমটিসিএলের কোম্পানি সচিব মোহাম্মদ আবদুর রউফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৬ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ৯–এর টিকিট মেশিন অপারেটর পদের প্রার্থীদের স্থগিত হওয়া লিখিত পরীক্ষা ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
রাজধানীর মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এ পরীক্ষা নেওয়া হবে। বহুনির্বাচনি প্রশ্নে (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিষয়াবলির মধ্যে রয়েছে—দেশ ও কৃষ্টি, মাধ্যমিক পর্যায়ের বাংলা ও ইংরেজি ব্যাকরণ, মাধ্যমিক পর্যায়ের গণিত এবং মেট্রোরেল।
টিকিট মেশিন অপারেটর পদের বিপরীতে যেসব প্রার্থীদের আবেদনপত্র সঠিক পাওয়া গেছে তাদের বর্তমান ঠিকানায় পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি উল্লেখ করে বিশেষ ডাকযোগে (আন্ডার সার্টিফিকেট অব পোস্টিং) আবার প্রবেশপত্র পাঠানো হচ্ছে।
সূত্রঃ প্রথম আলো