জীবনের নতুন ইনিংস শুরু করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা চাষী আলম। শুক্রবার (২৫ আগস্ট) পারিবারিকভাবে বিয়ে করেছেন এই অভিনেতা। এর আগে ২৪ আগস্ট চাষী আলমের গ্রামের বাড়িতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় অভিনেতার গায়েহলুদ। আর বিয়ের পর থেকেই নেটিজেনদের শুভেচ্ছায় ভাসছেন ‘হাবু’ খ্যাত এই অভিনেতা।
জানা গেছে, চাষী আলমের স্ত্রীর নাম তুলতুল। বর্তমানে তিনি ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়াশোনা করছেন।
এ দিকে প্রিয় তারকার বিয়ের খবর শোনার পর থেকে তাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন চাষী আলমের অনুরাগীরা। নেটমাধ্যমে অভিনেতার ভেরিফায়েড ফেসবুকে তাকে মেনশন করে রীতিমতো শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারা।
চাষী আলমের বিয়ের একটি ছবি অভিনেতাকে মেনশন করে একজন লিখেছেন, ভালোবাসা সুন্দর। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন দুটি লাভ ইমোজি। আরেকজন লেখেন, অভিনন্দন শত চাষী আলম ভাইয়া।
এক ভক্ত লিখেছেন, হাসিটাই বলে দেয়, ভালোবাসা সুন্দর। আরেকজন লেখেন, অভিনন্দন ভাই, জীবনের নতুন জার্নির জন্য শুভকামনা রইল।
বিয়ের প্রসঙ্গে চাষী আলম বলেন, কিছুদিন আগে পরিবার থেকে বিয়ের জন্য মেয়ে দেখা হয়। আমাদের সকলেরই মেয়ে পছন্দ হয়েছে। হানিমুনে স্ত্রীকে নিয়ে ইউরোপে যাওয়ার ইচ্ছে আছে। তার আগে আমার হাতে কিছু কাজ রয়েছে। সেগুলো সম্পন্ন করেই হানিমুনে যাব।