রাজশাহীতে বাঘা উপজেলার বেড়েরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মদপানের সময় ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঐ বিদ্যালয়ের মাঠ এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত বাকী তিনজন হলেন একই গ্রামের খোরশেদ আলীর ছেলে নওশাদ আলী, জামাল উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম, খায়ের উদ্দিনের ছেলে নাজমুল হোসেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর তারা বিদ্যালয়ের মাঠে মদপান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটকের পর থানায় নেওয়া হয়।
তিনি জানান, মাদক আইনে গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।