বিনোদন

বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে ‘দৃশ্যম ২’

ভারতীয় মুভি ইন্ডাস্ট্রি অন্য যেকোন বারের তুলনায় সবচেয়ে বাজে সময় পার করছেৃ এই বছর। হাতে গোনা কয়েকটি মুভি কম বাজেটের মুভি বাদে সব মুভিই বক্স অফিসে পেয়েছে ফ্লপের তকমা। মৌলিক কিংবা রিমেক, ভালো বাজেট বা জনপ্রিয় অভিনেতা কোন কিছুই বাঁচাত পারছে না বলিউড ইন্ডাস্ট্রিকে। কিন্তু সেসবের ব্যাতিক্রম ঘটিয়ে অজয় দেবগান অভিনীত মুক্তির পর মালয়ালম ছবির হিন্দি রিমেক ‘দৃশ্যম টু’ দুর্দান্ত ব্যবসা করছে।

মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি শত কোটির ক্লাব পেরিয়ে গেছে। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ এক টুইটি লিখেছেন, শুক্রবার সিনেমাটি আয় করেছে ১৫.৩৮ কোটি রুপি, শনিবার ২১.৫৯ কোটি রুপি, রোববার ২৭.১৭ কোটি রুপি, সোমবার ১১.৮৭ কোটির রুপি, মঙ্গলবার ১০.৪৮ কোটি রুপি, বুধবার ৯.৫৫ কোটি রুপি, বৃহস্পতিবার ৮.৬২ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ১০৪ কোটি ৬৬ লাখ রুপি।

এর আগে এই মুভির পার্ট ১ ও ব্যাপক ব্যাবসা সফল ও প্রশোংসিত হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *