সম্প্রতি এক নতুন ফিশিং অ্যাটাকের খবর সামনে এসেছে। অ্যান্ড্রয়েড ফোনে থাকা অ্যাপের মাধ্যমে এই ফিশিং অ্যাটাক করছে হ্যাকাররা। তবে শুধু ব্যক্তিগত তথ্য নয়, চুরি করছে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডও। আপনার অজান্তেই এ কাজগুলো করছে হ্যাকারা।
২০০টিরও বেশি অ্যাপের মধ্যে স্পাইওয়্যারের হদিশ পেয়েছে বিশেষজ্ঞরা। এর মধ্যে কিছু অ্যাপ ১ লাখেরও বেশি বার গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে।
ট্রেন্ড মাইক্রো নামে একটি সাইবার সিকিউরিটি অ্যাপ এই স্পাইওয়্যারসহ অ্যাপগুলোর নাম প্রকাশ করেছে। দেখে নিন সেগুলো।
> ডেইলি ফিটনেস ওএল।
> প্যানোরমা ক্যামেরা।
> বিজনেস মেটা ম্যানেজার
> সোয়াম ফটো।
> এনজয় ফটো এডিটর।
> ক্রিপ্টোমিনিং ফার্ম ইওর কয়েন।
> ফটো গেমিং পাজেল।
আপনার ফোনে এসব অ্যাপ ইনস্টল থাকলে এখনই বন্ধ করে দিন। গুগল সবাইকে সতর্ক করেছে। পাশাপাশি তাদের প্লে স্টোর থেকেও সরিয়ে নিয়েছে।
সূত্র: গ্যাজটস নাও