বিদেশ শিক্ষা স্কলারশিপ

ফুল-ফ্রি স্কলারশিপে হাঙ্গেরিতে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপের মাধ্যমে অধ্যায়নের সুযোগ দিচ্ছে হাঙ্গেরি সরকার। বাংলাদেশসহ যে কোনো আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ জানুয়ারি ২০২৩।

‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০১৯ সালে বাংলাদেশে চালু হয়েছে এই স্কলারশিপ। প্রতিবছর ৫ মহাদেশের প্রায় ৮০টি দেশের ৫ হাজার বিদেশি শিক্ষার্থী এ বৃত্তি নিয়ে পড়াশোনা করছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাঙ্গেরির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দেওয়া লিংকে আলাদাভাবে অনলাইন আবেদনের পাশাপাশি আবেদন ও যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স সনদসহ অন্যান্য কাগজপত্রের হার্ড কপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়ে জমা দিতে হবে।

প্রয়োজনীয় নথিঃ 
• জীবন বৃত্তান্ত।
• জাতীয় পরিচয়পত্র  এবং পাসপোর্ট এর কপি।
• মোটিভেশনাল লেটার।
• মেডিকেল সার্টিফিকেট।
• অনলাইন আবেদনপত্র।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
• রিকমেন্ডেশন লেটার।
• স্টেটমেন্ট অব পারপাজ (এসওপি)।
• গবেষণা প্রস্তাব (স্নাতকোত্তর)।
• ভাষা দক্ষতার সনদ।

আবেদন প্রক্রিয়াঃ 
অনলাইনে আবেদন করতে হবে । তবে অনলাইন আবেদন এর পাশাপাশি যাবতীয় নথি বাংলাদেশ সচিবালয়ে জমা দিতে হবে। স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল—তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। একাধিক আবেদন করলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনের হার্ড কপি মন্ত্রণালয়ে জমা না দেওয়া হলে আবেদন বিবেচনা করা হবে না।

হাঙ্গেরি কর্তৃপক্ষের কাছে আবেদন করতে ক্লিক করুন  https://apply.stipendiumhungaricum.hu/

বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করতে ক্লিক করুন  http://202.72.235.210/scholarship/hungary/।( এই লিংক ২০২৩ সালের ১৫ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে)।

আবেদনপত্রের হার্ড কপি সচিবালয়ের ২ নম্বর গেট–সংলগ্ন অভ্যর্থনাকক্ষে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত জমা দেওয়া যাবে। খামের ওপর প্রেরক, প্রাপক, আবশ্যিকভাবে ID/Tracking Number এবং প্রোগ্রামের নাম (স্নাতক/ স্নাতকোত্তর/ডক্টরাল/নিউক্লিয়ার এনার্জেটিকস) উল্লেখ করতে হবে। হার্ড কপি মন্ত্রণালয়ে জমা দেওয়ার শেষ তারিখ ১৬ জানুয়ারি ২০২২, বিকেল ৪টা। ২ নম্বর গেট ব্যতীত অন্য কোনো গেটে আবেদন জমা না দেওয়ার অনুরোধ করা হলো।

বিস্তারিত জানতে ক্লিক করুন https://stipendiumhungaricum.hu/

সুযোগ সুবিধাসমূহঃ 
স্নাতক, স্নাতকোত্তর, ওয়ান টায়ার মাস্টার্স ও ডিগ্রিহীন প্রোগ্রাম,
• পড়াশোনার জন্য টিউশন ফি ফ্রি।
• পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য মাসিক ৪৩ হাজার ৭০০ হাফ (প্রায় ১১ হাজার ৫০০ টাকা) দেওয়া হবে।
• ডরমিটরিতে বিনা মূল্যে আবাসনসুবিধা।
• স্বাস্থ্যবিমার সুবিধা।

ডক্টরাল প্রোগ্রাম,
• পড়াশোনার জন্য টিউশন ফি ফ্রি।
• পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য চার সেমিস্টারের প্রথম পর্যায়ে মাসিক ১ লাখ ৪০ হাজার হাফ (প্রায় ৩৬ হাজার ৮০০ টাকা) দেওয়া হবে। প্রথম পর্যায়ে মাসিক ১ লাখ ৮০ হাজার হাফ (প্রায় ৪৭ হাজার ৩০০ টাকা) করে দেওয়া হবে।
• ডরমিটরিতে বিনা মূল্যে আবাসনসুবিধা।
• স্বাস্থ্যবিমার সুবিধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *