পশ্চিমা দেশে উচ্চশিক্ষা গ্রহণে ইচ্ছুক প্রায় প্রত্যেক শিক্ষার্থীরই স্বপ্ন ইউরোপের ভালো একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার। এর মূল কারণ হচ্ছে ইউরোপের শিক্ষার মান ও জীবনযাত্রার মান বেশ উন্নত। এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে পড়াশোনার জন্য কোন প্রকার টিউশন ফি লাগে না। রয়েছে ভ্রমণের সুযোগ। এছাড়াও শিক্ষার্থীদের প্রদান করা হয় নজরকড়া ফুল ফান্ডেড স্কলারশিপ। সব মিলিয়ে শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে থাকে ইউরোপ মহাদেশ।
আজ আমরা এক নজরে ইউরোপের যত ফুল ফান্ডেড স্কলারশিপ আছে বাংলাদেশীদের জন্য ( শর্ট কোর্স, ব্যাচেলর, মাস্টার্স এবং পি.এইচ.ডি ) সেগুলোর নাম এবং অফিশিয়াল ওয়েবসাইট সম্পর্কে জানবো।
স্নাতক এবং স্নাতকোত্তর স্কলারশিপগুলোতে শুধুমাত্র আইইএলটিএস এবং বর্তমানে কর্মরত চাকরী দিয়ে আবেদন করতে পারবেন। পিএইচডির জন্য পদ্ধতি ভিন্ন । তবে শর্ট কোর্সের জন্য আইইএলটিএস লাগেনা কিন্তু চাকরী বাধ্যতামূলক। আবেদনকারীকে স্কলারশিপের নির্ধারিত লিংকে প্রবেশ করে জেনে নিতে হবে আবেদনের সময় ,প্রক্রিয়া এবং প্রয়োজনীয় নথি সম্পর্কে।
1. EU(European Union):
Erasmus Mundus
2. UK:
Commonwealth Scholarship
3. Sweden:
Swedish Institute Scholarship
Swedish Scholarship
4. Germany:
DAAD
5. Austria:
OeAD
6. Switzerland:
Swiss Governments Excellence Scholarship
7. Netherlands:
studyinholland
University Excellence Scholarship
8. Finland:
Finnish Government Scholarship
EDUFI
9. Denmark:
Danmark Government Scholarship
10. Belgium:
VLRIOUS
Government of Flanders Master Mind Scholarships for International Students
11. France:
Eiffel Scholarship
The Emile-Boumty Scholarship for Science
12. Italy:
Italian Government Scholarship
13. Norway:
Free of Tuitions
14. Portugal:
DGES
15. Hungary:
Stipendium Hungaricum
16. Estonia:
Estonian Scholarships
17. Czech Republic:
Government Scholarship for Developing Countries
18. Luxembourg:
Free of Tuitions
19. Iceland:
Same comment as Spain except size of the country.
University Excellence Scholarship
20. Malta:
University of Malta
21. Poland:
All About Poland Scholarship
22. Lithuania:
Lithuanian State Scholarship Program
23. Latvia:
No Scholarship
24. Russia:
Russian Government Scholarship
25. Turkey
Turkey Burslari
Marie Sklodowsca Curie Fellowship:
This scholarship is only for PHD students.