সম্প্রতি মুক্তি পেয়েছে কৃতি-বরুণ অভিনীত ভৌতিক গল্পের সিনেমা ‘ভেড়িয়া’। সিনেমাটির প্রচারের জন্য বিভিন্ন অনুষ্ঠানে হাজির হচ্ছেন, দিচ্ছেন বিভিন্ন প্রশ্নের জবাব। গত বছর এরকমই একটি অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে কৃতি শ্যানন বলেন, সুযোগ পেলে প্রভাসকে বিয়ে করব।
সেখানে প্রশ্ন করা হয়,কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ আর প্রভাসের মধ্যে কোন তারকার সঙ্গে ফ্লার্ট, কার সঙ্গে রোমান্স আর কোন তারকার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চান, সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব ব্যাপারে একদমই খোলামেলা নিজের মত দিয়েছেন কৃতি শ্যানন। কোনো রাখঢাক না করেই বলেছেন, ‘আমি কার্তিকের সঙ্গে ফ্লার্ট করতে চাইব। আর টাইগারের সঙ্গে ডেট। তবে বিয়ে করতে চাইব প্রভাসকে।’
কৃতির একথায় ভক্তকুলের মধ্যে চাউর হয়েছে হয়তো লুকিয়ে প্রেম করছেন প্রভাস -কৃতি