কাতার বিশ্বকাপ মিশন টিকিয়ে রাখার জন্য পোল্যান্ডের বিপক্ষে জয়ের দরকার ছিল আর্জেন্টিনার। প্রথমার্ধে এগিয়ে যাওয়ার জন্য পেনাল্টিও পায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু মিস করেন লিওনেল মেসি। তাতে সমস্যায় হয়নি দলটির। অ্যালিস্টার ও আলভারেজের গোলে পোলিশদের ২-০ গোল ব্যবধানে হারালো আর্জেন্টিনা। ফলে গ্রুপসেরা হয়েই রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিল লিওনেল স্কালোনির শিষ্যরা।
বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনাকে হট ফেবারিট ধরেছিল সবাই। কিন্তু প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে হেরে সেই তকমায় ভাটা পড়ে মেসিদের; কিন্তু সময়ের সাথে ঠিকই জ্বলে উঠেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
সি গ্রুপে তিন ম্যাচ শেষে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। ৪ পয়েন্ট নিয়ে গোল গড়ে এগিয়ে সি গ্রুপের রানারআপ হয়েছে পোল্যান্ড।