শেষ ষোলোতে যেতে জয়ের বিকল্প ছিল না দক্ষিণ কোরিয়া। এদিন রোনালদোর পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিতও করেছে এশিয়ার দেশটি। অন্য ম্যাচে উরুগুয়ে ঘানাকে ২-০ গোলে হারালেও ছিটকে গেছেন লুইস সুরায়েজরা। এইচ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ ষোলোতে উঠেছে পর্তুগাল। রানারআপ হয়ে নকআউটে গেলো দক্ষিণ কোরিয়াও।
ম্যাচের শুরুতে দাপট দেখাতে থাকে পর্তুগাল। গোল পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচের ৫ মিনিটের মাথায় ডান পাশ থেকে ডিয়েগো দালোতের বাড়ানো ক্রসে দারুণ এক গোল করে পর্তুগালকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন রিকার্ডো হোর্তা। এবারের বিশ্বকাপে তিনি পর্তুগালের ৩য় খেলোয়াড় যিনি বিশ্বকাপে অভিষেক ম্যাচেই গোল করলেন।
এক গোল খেয়েই গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে দক্ষিণ কোরিয়া। যার ফল হিসেবে তারা গোলও পেয়ে যায়। ২৫ মিনিটে কর্নার থেকে বল রোনালদোর কাঁধে লেগে কিম ইয়ং গিয়োনের পায়ে আসলে দারুণ এক শটে গোল করে দলকে সমতায় ফেরান তিনি। ৩৩ মিনিটে গোলের সুযোগ পায় পর্তুগালও। কিন্তু দালোতের শট রুখে দেন কোরিয়ার গোলরক্ষক। ম্যাচে আর কোন গোল না হলে ১-১ গোলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরেই গোলের আশায় মরিয়া হয়ে খেলতে থাকে পর্তুগাল। বেশ কিছু আক্রমণ করে তারা। তবে গোল পেতে ব্যর্থ হয়।
ম্যাচের যোগ করা সময়ে ৯০+১ হোয়াং হি-চ্যানের গোলে এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া। এ সময় পাল্টা আক্রমণে সন হিউং-মিনের বাড়িয়ে দেওয়া বল পেয়ে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে পাঠান চ্যান।