এবছরের নভেম্বরেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে।ফল প্রকাশের জন্য তিনটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর এই প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।
আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য সম্ভাব্য তিনটি তারিখ (২৮,২৯,৩০) নির্ধারণ করা হয়েছে। এখন এটি শিক্ষা মন্ত্রনালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ইতোমধ্যে ফল প্রকাশের সমস্ত কার্যাবলী প্রায় সম্পন্নের দিকে। মন্ত্রনালয়ের অনুমোদনের আগেই সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাবে।