চীনের হেনান প্রদেশের একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যে দুজন এখনো নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) বিকেলে হেনান প্রদেশের আনিয়াং শহরে এ অগ্নিকাণ্ড ঘটে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে আনিয়াং পৌর কর্তৃপক্ষ।
চীনা গণমাধ্যমগুলোর বরাত দিয়ে আল জাজিরা জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আনিয়াং শহরের ‘হাই-টেক জোন’ হিসেবে পরিচিত ওয়েনফেং এলাকার কাইশিন্ডা ট্রেডিং কোম্পানির কারখানায় আগুন লাগে।
ভয়াবহ ওই আগুন নেভাতে ও হতাহতদের উদ্ধারে কাজ করেন ৬০ জন ফায়ার সার্ভিসকর্মী ও অন্তত ২০০ উদ্ধারকর্মী। স্থানীয় সময় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও, পুরোপুরি নেভাতে রাত ১১টা বেজে যায়।
স্থানীয় সরকার জানায়, হতাহতদের পরিবারের সদস্যদের মানসিকভাবে শক্ত রাখতে বেশ কয়েকজন কাউন্সেলর নিয়োগ দেওয়া হয়েছে।
এসব তথ্য ছাড়া এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও আর্থিক ক্ষয়ক্ষতি নিয়ে কিছু জানানো হয়নি।