চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়েও নৌকার প্রচারণায় মাঠে নেমেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। দলীয় প্রার্থী জিয়াউর রহমানের পক্ষে ভোট চাইছেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্বামী রকিব সরকার
মাহি বলেন, এই আসনের জনগণকে আমি বলব, সবাই নৌকার পক্ষে থাকবেন। যারা যারা নৌকার মনোনয়ন ফরম কিনেছিলেন, সবাই একসঙ্গে কাজ করি। আমরা নৌকাকে জয়যুক্ত করি ও মাননীয় প্রধানমন্ত্রীকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসন উপহার দিই।
মাহির স্বামী রাকিব সরকার গাজীপুরের আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য। রাকিব সরকারের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে জানতে চাইলে মাহিয়া মাহি বলেন, এখন তার ইচ্ছা নেই। ভবিষ্যতে হয়তো গাজীপুর থেকেই তাকে নির্বাচনে দেখতে পাবেন।