শেষ হয়ে এসেছে ২০২২ সাল। তাই গত হতে যাওয়া বছরের নানান হিসেব-নিকেশ আসছে প্রকাশ্যে। প্রতি বছরের শেষ দিকেই ‘মোস্ট সার্চড’ তালিকা তৈরি করে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত সার্চ ইঞ্জিন গুগল। এবার সেই তালিকায় ‘বিটিএস’ তারকাদের রাজত্ব!
তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন বিটিএস সদস্য ভি ও জাংকুক। বাকি সদস্যরাও এক শ জনের মধ্যে আছেন। ষষ্ঠ স্থানে রয়েছেন বিটিএস সদস্য জিমিন। ১৪ ও ২০তম স্থানে বসে আছেন সুগা ও জিন। ২৭ ও ৩৬তম স্থানে রয়েছেন আরএম ও জে–হোপ।
তালিকার প্রথম ছয়জনের মধ্যে তিনজন বিটিএস সদস্য হলেও বাকি তিনজন ভারতীয়। জাংকুকের পরের তিনটি স্থান দখল করেছেন ক্রিকেটার বিরাট কোহলি, বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট।
কিছুদিন আগেই কাতার বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ড্রিমারস’ গেয়ে আলোচিত হয়েছেন বিটিএসের কনিষ্ঠ সদস্য জাংকুক। তার কল্যাণে প্রথম ফিফার অফিশিয়াল গান হিসেবে ‘ড্রিমারস’ যুক্তরাষ্ট্রের বিলবোর্ড ডিজিটাল গানের সেলস চার্টে ১ নম্বরে উঠে এসেছিল। এ ছাড়া বিশ্বজুড়ে বিটিএস–ভক্তের সংখ্যা নেহায়েত কম নয়।