ড্রেসিং রুমের সতীর্থের সাথে ঝামেলা করার পর অনুশীলনে গিয়েও সতীর্থে জোয়াও কানসালোর সাথে ঝামেলা করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় কানসালো মুখ ভার করে মাঠের একপাশে মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। রোনালদো তার দিকে আস্তে আস্তে হেঁটে গিয়ে ঘাড়ের মধ্যে জোড়ে আঘাত করেন। তাতে ক্ষীপ্ত হন কানসালো। রাগে কয়েকবার ঘাড় ঝারা দেন তিনি। এরপর রোনালদো তাকে দুই হাত দিয়ে ধরেন। কিন্তু কানসালে এক প্রকার জোর করেই রোনালদোর হাত ছাড়িয়ে নেন।
রোনালদো যখন বুঝতে পারেন কানসালো তার সঙ্গে স্বাভাবিক হতে রাজি নন, তখন সেখান থেকে চলে আসেন।
ধারনা করা হচ্ছে অনুশীলনে এই দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। সে কারণেই মুখ ভার করে ছিলেন কানসালো। তাকে শান্ত করার জন্য রোনালদো গিয়েছিলেন তার কাছে। কিন্তু কানসালো তখনও স্বাভাবিক হতে পারেননি রোনালদোর সঙ্গে।