বিনোদন

এখন পর্যন্ত ২৫০ কোটি টাকার বেশি আয় করেছে রজনীকান্তের সিনেমা ‘জেলার’

দীর্ঘ ২ বছর মুক্তি পেয়েছে রজনীকান্তের সিনমা নেলসন দিলীপ কুমার নির্মিত এ সিনেমা গত ১০ আগস্ট বিশ্বব্যাপী ২ হাজার ৯০০ পর্দায় মুক্তি পেয়েছে। মুক্তির আগে যে উত্তাপ ছড়িয়েছিল, মুক্তির পর তা আরো বেড়েছে। এরই মধ্যে বিশ্বব্যাপী সিনেমাটির আয় আড়াইশ কোটি ছাড়িয়েছে।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, ‘জেলার’ সিনেমা মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৯১.২ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৫২.৯ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৬০ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ২০৪.১ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২৬৯ কোটি ৮৮ লাখ টাকার বেশি

২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুক্তির আগে আয় করেছে ১২০ কোটি রুপি। এটি প্রযোজনা করেছেন কালানিথি মরন।

ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ বা মুথুভেল পান্ডিয়ান। সিনেমাটিতে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *