গোলের সংখ্যা,মাঠের লড়াই, শিরোপা জয়,ব্যাক্তিগত পুরস্কার কোন পরিসংখ্যানেই কেউ কাউকে ছাড় দিতে চান না। একে অপরের চির প্রতিপক্ষ ও সময়ের সেরা দুই ফুটবল কিংবদন্তী কখনো।একসঙ্গে খেলবেন বা একই সাথে থাকবেন তা যেন ভক্তদের মধ্যে শুধুই স্বপ্ন।কিন্তু এবার সেই আকাঙ্খা যেন সত্যি হলো। কিন্তু তা মাঠের খেলায় একটি বিজ্ঞাপনে তারা একই ব্র্যান্ডের হয়ে কাজ করেছেন আর সেই বিজ্ঞাপনের ছবিটি শেয়ার করেছেন উভয়েই তাদের সামাজিকমাধ্যমে।
শনিবারের রাতে প্রায় একই সময়ে দুজন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ছবি পোষ্ট করেছেন। আর তাতে দেখা যায়, মেসি ও রোনালদো মুখোমুখি হয়ে বসে দাবা খেলছেন দুজন। এটি ছিল দাবার বোর্ডের ডিজাইনে বানানো একটি স্যুটকেসের বিজ্ঞাপন।
বিখ্যাত ব্র্যান্ড লুইস ভিটনের ফটোশুটে এই দুই মহাতারকা একত্রিত হয়েছেন। আর ছবিটি তুলেছেন বিখ্যাত আমেরিকান ফটোগ্রাফার এনি লেভিবোতন। দুজন ছবিটি যার যার ফেসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘জয় হচ্ছে একটি মানসিক অবস্থা।’